Logo
Logo
×

জাতীয়

‘অসভ্য জাতিরা বাড়ি-ঘর ভাঙে’, সেনাসদস্যের বক্তব্য ভাইরাল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

‘অসভ্য জাতিরা বাড়ি-ঘর ভাঙে’, সেনাসদস্যের বক্তব্য ভাইরাল

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিনে সোমবার ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে একদল বিক্ষোভকারী। তারা ধানমণ্ডি-৩২ এ অবস্থিত শেখ মুজিবের বাড়ি ভাঙতে চাইলে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে এক সেনা সদস্যকে কথা বলতে দেখা যায়। ইতিমধ্যে ওই সেনা সদস্যের কথপোকথনের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই সেনাসদস্য বিক্ষোভকারীদের উদ্দেশে বলছেন, সভ্য জাতিরা বিচারের মাধ্যমে কাজ করে। অসভ্য জাতিরা বাড়ি-ঘর ভাঙে, রাস্তায় রাস্তায় আগুন দেয়। 

তখন একজন বিক্ষোভকারী বলেন, পুরো দেশ জানে আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহী। তাদের অস্তিত্ব আমরা এখানে কেন রাখব?

এর জবাবে ওই সেনা সদস্য বলেন, তারা তো আমাদের দেশরই মানুষ।

সারা দেশে তাদের অস্তিত্ব আছে। আপনি কয় জায়গার অস্তিত্ব নষ্ট করবেন? 

তখন আরেক বিক্ষোভকারী বলেন, এটাতো তাদের কেবলা। আমরা তাদের কেবলা গুড়িয়ে দিতে চাই। 

এর জবাবে ওই সেনা সদস্য বলেন, এসব ভাঙলেও মানুষের মাথা থেকে তো যাবে না। এখানে ভাঙলে তারা আবার বানাবে। 

আরেক বিক্ষোভকারী বলেন, তাহলে কী আওয়ামী লীগ আবার ফিরবে? তখন ওই সেনাসদস্য বলেন, এটা তো অযৌক্তিক প্রশ্ন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার