আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করবে এনসিপি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫ টায় দলটির বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু করা হবে।
এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগর এই আয়োজন করছে।
এনসিপির মিডিয়া সমন্বয়ক মুশফিকুস সালেহীন এ তথ্য জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে।