Logo
Logo
×

জাতীয়

আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করবে এনসিপি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

আ. লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করবে এনসিপি

জুলাই গণঅভ্যুত্থানে সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫ টায় দলটির বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু করা হবে।

এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। 

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ঢাকা মহানগর এই আয়োজন করছে।

এনসিপির মিডিয়া সমন্বয়ক মুশফিকুস সালেহীন এ তথ্য জানিয়েছেন। 

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন
সোমবার (১৭ নভেম্বর) বেলা ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার