Logo
Logo
×

জাতীয়

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনার আইনজীবী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনার আইনজীবী

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ রায় দেওয়া হয়। এ রায়ে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এই রায়ে আমার মনের ভেতরে কষ্ট রয়েছে। এর বাইরে আর কিছু বলতে চাই না।

রায়ে তিনি অসন্তুষ্ট কিনা—এমন প্রশ্নে আমির হোসেন বলেন, আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে—এ বিষয় তো আমাকে কষ্ট দেবেই।

আরও পড়ুন
এই মামলায় আপিলের সুযোগ আছে কিনা—এ প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত এই আইনজীবী পরিষ্কারভাবে জানান, আমার পক্ষে এই মামলায় আপিল করার সুযোগ নাই। আমার ক্লায়েন্ট স্বেচ্ছায় আত্মসমর্পণ না করা কিংবা গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আপিলের কোনো সুযোগ নেই।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার