‘চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা?’-হাসিনার বক্তব্য ঘিরে উত্তেজনা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় পড়ার সময় তার একটি আলোচিত ও বিতর্কিত বক্তব্য উদ্ধৃত করার পরপরই রায় শোনার জন্য অপেক্ষমাণ ছাত্র-জনতার মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শেখ হাসিনার সেই বক্তব্যটি ছিল—‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা?’ রায় পড়ার সময় বিচারক এই বক্তব্যটি কোড করতেই উপস্থিত ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় রায় শোনার সময় বিচারকের এমন বক্তব্যে ছাত্ররা সঙ্গে সঙ্গে স্লোগান দেন—‘দিল্লি না ঢাকা।’
ওই সময় বিচারক আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রদের প্রতিহত করতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার সেই বক্তব্যগুলোও কোড করে পড়তে থাকেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দিয়েছেন আদালত।
পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য একটি অভিযোগ তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।