টঙ্গীতে গ্রেনেড বিস্ফোরণ, ওসি বলছেন ‘পটকা’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০১:১২ এএম
গাজীপুরের টঙ্গীতে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিল পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা।
যদিও টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান ককটেল বিস্ফোরণের ঘটনাকে ‘পটকা’ বলে দাবি করেছেন। তিনি জানান, পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত এবং কাউকে আটক করা সম্ভব হয়নি।