Logo
Logo
×

জাতীয়

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪২ পিএম

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল হামলা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। 

পরে পথচারী এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এরআগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার