Logo
Logo
×

জাতীয়

ঢাকা-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে আ.লীগের অবরোধ, গ্রেফতার ১৪

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:৫৯ পিএম

ঢাকা-ভাঙ্গা মহাসড়কে গাছ ফেলে আ.লীগের অবরোধ, গ্রেফতার ১৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্টান্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ৭টা পর্যন্ত দলটির কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় শুয়াদী ও মুনসুরাবাদ এলাকা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কে টহল জোরদার করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার