১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
দ্রুত জাতীয় পে-স্কেল বাস্তবায়ন এবং শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া, জাকির হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ কমপক্ষে ১০ জনকে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়নের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ লালনকারী অনেক শিক্ষক গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন, জেল-জুলুমের শিকার হয়েছেন। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় সংসদে এসব শিক্ষকের প্রতিনিধিত্ব থাকা আবশ্যক। জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভুইয়া, জাকির হোসেন, অধ্যাপক মঞ্জুরুল ইসলামসহ কমপক্ষে ১০ জন শিক্ষক নেতাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পে-স্কেল ঘোষণার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রহিম, কর্মচারী ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ইছাহাক আলী, সাধারণ সম্পাদক গোলাম মওলা, বিরল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনিসুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ সালেক, দিনাজপুর সদর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, শিক্ষক সমিতির সভাপতি আজিজার রহমান, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বাবুল প্রমুখ।