Logo
Logo
×

জাতীয়

সিএসসি’র আগে প্রণয়ের সঙ্গে খলিলুরের বৈঠক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:২৬ পিএম

সিএসসি’র আগে প্রণয়ের সঙ্গে খলিলুরের বৈঠক

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার  মধ্যে এক ‘তাৎপর্যপূর্ণ’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভারতের হাইকমিশনের বারিধারার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের মূল আলোচনা ছিল আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এবং জরুরি অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়।

প্রসঙ্গত, খলিলুর রহমান আগামী ১৯–২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম উপদেষ্টা-স্তরের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নেবেন তিনি।

কর্মকর্তারা জানান, এই সফর বাংলাদেশ এবং ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সাইডলাইন সাক্ষাৎকারের জন্য সম্ভাবনা তৈরি করতে পারে।

এই সফরটি ফলপ্রসূ আলোচনা শুরু করার সুযোগ তৈরি করতে পারে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির বিষয়ে আশ্বাস দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় হাইকমিশন এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি চলছে, যা চলমান আলোচনা এবং তার গুরুত্ব ও সংবেদনশীলতাকে প্রতিফলিত করে।

বৈঠকটি দুই দেশের মধ্যে চলমান নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ধারাবাহিক যোগাযোগের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার