Logo
Logo
×

জাতীয়

গোপালগঞ্জে গণপূর্ত ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

গোপালগঞ্জে গণপূর্ত ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলা

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগের অফিস ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে এই হামলায় গণপূর্ত বিভাগের একটি পিক-আপভ্যান আগুনে পুড়ে যায়।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেওয়াল ও পিক-আপভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

পিক-আপভ্যানে আগুন ধরলে অফিসের গার্ড আশপাশের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর পাশাপাশি গভীর রাতে সদর উপজেলার উলপুরে গ্রামীণ ব্যাংক শাখার ভবন লক্ষ্য করে ৫–৬টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হওয়া সত্ত্বেও ব্যাংকের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, হামলাকারীরা একটি কালো মাইক্রোবাস থেকে বোমাগুলি নিক্ষেপ করে।

রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় দুর্বৃত্তরা গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার