নির্বাচনী প্রচারণায় পোস্টার নিয়ে সিইসির কঠোর হুঁশিয়ারি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
পোস্টার নিষিদ্ধ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিজ উদ্যোগে দলগুলোকে এখনই পোস্টার সরাতে হবে। অন্যথায় সহ্য করবো না। অন্ধভাবে এসবের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনে দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।
আচরণবিধির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখনই পোস্টারে ছেয়ে গেছ ঢাকা শহর। অথচ আমরা এটা নিষিদ্ধ করেছি। এগুলো সরাতে হবে। যারা লাগিয়েছেন, নিজে থেকে সরিয়ে ফেলবেন। এটাই হবে ভদ্র আচরণ। আর যেন কেউ না লাগান। যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে সে দলের নিয়ত সাফ না। আমরা এটা সহ্য করবো না। বিধি ভাঙলে আমরা অন্ধভাবে ঝাঁপিয়ে পড়বো।
সিইসি আরও বলেন, আপনারা কিছু মনে করবেন না। নিবন্ধিত ৫৪টি দলই আমাদের কাছে সমান। যারা আমাদের নিবন্ধন পেয়েছেন, তারাই সবাই সমান। আপনারা মতামত দেবেন। ভোটের আগে, সময় ও ভোটের পরে সহায়তা করবেন।