কারামুক্ত হলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ এএম
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।
জামিন পেয়ে বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলসুপার আবু নূর মো. রেজা জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।
জামিনের নথি কারাগারে কারাগারে পৌঁছায়। বুধবার বিকেল ৫টার দিকে পান্নাকে মুক্তি দেওয়া হয়।
কারামুক্ত হওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বলে জানান জেলসুপার।