Logo
Logo
×

জাতীয়

তফশিলের আগেই এসপি ও ওসি পদে বড় রদবদল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

তফশিলের আগেই এসপি ও ওসি পদে বড় রদবদল

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে বড় রদবদল আসতে যাচ্ছে। ঢেলে সাজানো হবে মাঠ প্রশাসন। ইতোমধ্যে বেশ কিছু জেলায় ডিসি পরিবর্তন করা হয়েছে। পুলিশ প্রশাসনেও বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

জাতীয় নির্বাচনের তফসিলের আগেই সারা দেশে এসপি ও ওসি পদে বড় ধরনের রদবদল হবে। আর এটা হবে লটারির মাধ্যমে। যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং এসপি ও ওসি হওয়ার যোগ্য-এমন কর্মকর্তাদের নিয়ে লটারি হবে। এছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য যেসব সেনা সদস্য কাজ করছেন, তাদের কাউকেই আপাতত প্রত্যাহার করা হবে না। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। এ সম্পর্কিত প্রশিক্ষণ প্রায় শেষ পর্যায়ে। প্রশিক্ষণ শেষে দুই-একটি রিহার্সেল দেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন হবে পুলিশের দেড় লাখ, সেনাবাহিনীর এক লাখ, বিজিবি’র প্রায় পঁয়ত্রিশ হাজার, আনসারের আনুমানিক পাঁচ লাখ ৫০ হাজার সদস্য এবং নৌবাহিনীর প্রায় সাড়ে চার হাজার সদস্য।’

অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং আরও বেগবান হবে। কিছু কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। যেসব অস্ত্র বাইরে আছে, সেগুলো যাতে দ্রুত উদ্ধার হয় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘গ্রামেগঞ্জে মাদক ছড়িয়ে পড়ছে। এটা দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন।’ 

উপদেষ্টা বলেন, ‘কয়েক জায়গায় বাসে আগুন ও কয়েকটি কটকেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগুলো যাতে আর না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলকে অগ্নিসংযোগসহ নাশকতা প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘যেসব সন্ত্রাসী জামিনে বের হয়ে যাচ্ছে, তারা অন্য কোনো অপরাধ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে পুনরায় তাদের গ্রেফতার করা হবে।’

নির্বাচন সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসী আসার আশঙ্কার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে নিরাপত্তা আরও কঠোর করা হচ্ছে, যাতে কোনো ধরনের সন্ত্রাসী দেশে ঢুকতে না পারে এবং দেশের ভেতর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না চালাতে পারে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার