Logo
Logo
×

জাতীয়

এতো মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই: আখতার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

এতো মারছে যে ২ সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই: আখতার

পতিত সরকারের হাতে প্রথম গ্রেফতার হওয়ার পর নির্মম নির্যাতনের কথা সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, আমার হাঁটুতে তারা এতো মারছে যে, পরের প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ২০২১ সালে মোদিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। অনেক আন্দোলন হলো, অনেকে শহীদ হয়ে গেলেন। ওই সময় প্রথমবারের মত আমাকে গ্রেফতার করল পুলিশ। আমাকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসল। তারপর আমার হাত দুটি পেছনে বেঁধে, তারপর আমার চোখ বেঁধে ফেলল। আমাকে একটি গাড়িতে উঠালো। কোথায় নিয়ে যাচ্ছে আমি তো জানি না। অজানা স্থানে নিয়ে হাত দুটি পেছন থেকে খুলে ওপরের দিকে বাঁধা হলো। চোখ বাঁধা এই অবস্থায় আমার ওপর নির্যাতন করল। 

আরও পড়ুন
তিনি বলেন, আমার হাঁটুতে তারা এতো মারছে যে, পরের প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারি নাই। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমরা আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরে ছিলাম। ২০২২ সালে আবার আমাকে গ্রেফতার করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার