নির্বাচনি আসন বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০১:০৭ পিএম
উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে অবরোধ করেছে বিএনপি।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করা হয়।
জানা যায়, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুর-৬ (টঙ্গী-গাছা-পূবাইলের একাংশ) সৃষ্টি করে। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা হলে হাইকোর্ট নতুন আসন বাতিল করে। এই রায় বাতিল চেয়ে গাজীপুর ৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পক্ষ থেকে আজ পৃথক তিনটি মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধরা এসময় হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারেরও পদত্যাগ দাবি করেন। এ সময় ৬ আসনের এমপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাষক বসির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয় নেতাকর্মীরা।
এশিয়া পেট্রোল পাম্প এলাকায় জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের ওপর পাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।