Logo
Logo
×

জাতীয়

শীত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০২:৪০ এএম

শীত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

দেশে গত দুই-তিন দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমে গেছে। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ভোররাতের দিকে হালকা শীত অনুভূত হচ্ছে কয়েকদিন ধরে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাপমাত্রা কখনো সামান্য বাড়তে পারে, আবার কখনো কিছুটা কমতেও পারে।

আবহাওয়াবিদরা বলছেন, পুরোদমে শীত নামতে পারে আগামী ডিসেম্বর থেকে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “দেশের প্রান্তিক অঞ্চলে ইতিমধ্যে কিছুটা শীত অনুভূত হচ্ছে, বিশেষ করে ভোররাতে। তবে সারাদেশে পুরোপুরি শীত নামতে ডিসেম্বরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

তিনি আরও জানান, “রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দেশের অনেক জায়গায় দিনের তাপমাত্রা এখনো ৩২–৩৩ ডিগ্রি পর্যন্ত উঠছে। আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনো ওঠানামা হবে না। ভোররাতে কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের মতো অঞ্চলে কুয়াশা কিছুটা বেশি থাকতে পারে।”

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল (বুধবার) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এদিকে আগের দিনের তুলনায় মঙ্গলবার দেশের অনেক স্থানে তাপমাত্রা কমেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় ১.৬ ডিগ্রি কম।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার