উত্তরের জেলা পঞ্চগড়ে হেমন্তেই শীতের বেশ আভাস পাওয়া যাচ্ছে। দিনে প্রচণ্ড রোদের তাপ আর সন্ধ্যা নামতেই কমছে তাপমাত্রা। সকালে কখনো কখনো হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। এক সপ্তাহের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস।
গত ৬ নভেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে শীতের আবহ শুরু হওয়ায় জেলার নতুন ও পুরনো গরম কাপড়ের দোকানে ভিড় বেড়েছে। ভিড় বেড়েছে লেপ-তোশকের দোকানেও।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ বলেন, এই মাসের শেষের দিকে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা আরো কমে আসবে বলে পূর্বাভাস রয়েছে।