Logo
Logo
×

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারীদের মাসিক বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলতি আয় বছরে যে সব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতনের পরিমাণ ২৬ হাজার ৭৮৫ টাকা এবং যে সকল নারী কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম করছে বিধায় আয়কর আইন, ২০২৩ অনুযায়ী বাধ্যতামূলকভাবে তাদের মাসিক বেতন বিল হতে উৎসে আয়কর কর্তনের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস এসআর ১২৫ অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার