Logo
Logo
×

জাতীয়

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে আজ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০২:৪৩ এএম

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে আজ

সারা দেশে আজ মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিনের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে দু-এক ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বুধবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এরপর আবার কিছুদিন তাপমাত্রা বাড়তে পারে।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গতকাল সোমবার রাতে বলেন, ‘আগামীকাল (আজ) তাপমাত্রা মোটামুটি কমতে পারে। বুধবারও কিছুটা কমতে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর দু-এক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং পরে কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

নাজমুল হক বলেন, আগামী ১৯ নভেম্বরের পর আবার সামগ্রিকভাবে সারা দেশেই তাপমাত্রা কমতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে।  

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা কমতে পারে দু-এক ডিগ্রি সেলসিয়স।

দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে আগামীকালও। তবে রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

এদিকে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার