১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে রাতে এই ঘোষণা দেন তারা।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদেরর আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সে কথায় আস্থা-বিশ্বাস রাখছি আমরা।
তিনি বলেন, চলমান আন্দোলন আগামীকাল (মঙ্গলবার) থেকে প্রত্যাহার করবো। আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাবো।
উল্লেখ্য, ১০ম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে শনিবার (০৮ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করে।
ওইদিন পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর রোববার (০৯ নভেম্বর) থেকে সারা দেশে লাগাতার কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। একসঙ্গে চলতে থাকে ঢাকায় অবস্থান কর্মসূচি এবং সারা দেশে শিক্ষকদের কর্মবিরতি।