Logo
Logo
×

জাতীয়

প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

প্রাথমিকের শিক্ষকদের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক

১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় অর্থ মন্ত্রণালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে ১৭ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত রয়েছেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষক প্রতিনিধিরা হলেন—মো. আবুল কাশেম, শামছুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি, মাহবুবুর রহমান, আনোয়ারউল্লাহ, আনিচুর রহমান, শাহীনুর আল আমিন, শাহীনুর আক্তার, অজিত পাল, তপন মন্ডল, আনোয়ারুল ইসলাম তোতা, মোয়াজ্জেম হোসেন শামীম, মোস্তাফিজুর রহমান শাহীন, বিজয় কর্মকার, মনিরুজ্জামান মনির, নূরে আলম সিদ্দিকী রবিউল ও ছাবেরা বেগম। 

বৈঠক চলাকালে কর্মবিরতিতে থাকা আন্দোলনকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

প্রাথমিকের শিক্ষকদের তিন দফা হলো—সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া; উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষকসংখ্যা প্রায় তিন লাখ ৮৪ হাজার। শিক্ষকদের কর্মবিরতি শুরুর পর থেকেই এসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার