২টি সংসদীয় আসন পুনর্বিন্যাসে ইসির সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের সংসদীয় আসন চারটিই থাকবে।
এছাড়া গাজীপুরে ছয়টি নয় বরং পাঁচটি সংসদীয় আসন থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
সোমবার (১০ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়।
পরে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই একইদিনে গাজীপুরের ছয় আসনের গেজেট প্রকাশ করা হয়।
এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে সেপ্টেম্বরেই রিটটি করা হয়।