উপদেষ্টা ফরিদার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত বা হতাহত হয়নি।
একই সময়ে ধানমন্ডি-২৭ নম্বরে মাইডাস সেন্টারের সামনে অজ্ঞাত দুই-তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে ধানমন্ডি থানাধীন সীমানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায়ও কোনো হতাহত নেই।
এরও আগে সোমবার (১০ নভেম্বর) মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক বার্তায় জানানো হয়, প্রবর্তনার গেটের ভেতরে ফাঁকা জায়গায় ও সামনের পাকা রাস্তায় দুটি ককটেলের বিস্ফোরণ হয়।
প্রবর্তনা ফরিদা আক্তারের ভাড়ায়চালিত ব্যবসাপ্রতিষ্ঠান। অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রতিষ্ঠানটিতে ডিএমপির এসএএফ শাখার তিনজন পুলিশ সদস্য সর্বদা ডিউটিতে নিয়োজিত থাকে। কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি উল্লেখ করে ডিএমপি সূত্র জানায়, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।