Logo
Logo
×

জাতীয়

সংগীতশিল্পী নেহার নাম ব্যবহার করে লাখ টাকা প্রতারণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

সংগীতশিল্পী নেহার নাম ব্যবহার করে লাখ টাকা প্রতারণা

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। মুম্বাইয়ে ভুয়া অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মের প্রলোভনে পড়ে এক আইনজীবী হারিয়েছেন পাঁচ লাখ রুপি। এ বিষয়ে আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন সায়েদ মুম্বাইয়ের ওরলি থানায় অভিযোগ করেছেন।

পুলিশের সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে সামাজিক মাধ্যমে একটি তথাকথিত আন্তর্জাতিক ট্রেডিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন দেখেন আইনজীবী শবনম মুহাম্মদ হুসেন। সেই বিজ্ঞাপনে নেহা কক্করকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখানো হয়েছে এবং প্ল্যাটফর্মটিকে নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম হিসেবে প্রচার করা হয়।

আরও পড়ুন
সেই ভিডিও দেখে বিশ্বাস করে তিনি প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে টেলিগ্রাম, জুম ও ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর বিজয় ও জিমি ডিসুজা নামে দুই ব্যক্তি তাকে বিনিয়োগের পরামর্শ দেন এবং মোটা অঙ্কের মুনাফার প্রতিশ্রুতি দেন। জুন থেকে অক্টোবরের মধ্যে শবনম মুহাম্মদ হুসেন ধাপে ধাপে পাঁচ লাখ রুপির বেশি অর্থ পাঠান বিভিন্ন অ্যাকাউন্টে।

কিন্তু বিনিয়োগের পর কোনো রিটার্ন না পেয়ে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরই থানায় মামলা করেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধি ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে অনলাইন লেনদেন, কল রেকর্ড ও জুম মিটিংয়ের তথ্য বিশ্লেষণ করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার