Logo
Logo
×

জাতীয়

ওমরাহ ভিসার মেয়াদ কমাল সৌদি আরব

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৭:০১ এএম

ওমরাহ ভিসার মেয়াদ কমাল সৌদি আরব

ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, ভিসার মেয়াদ গণনা করা হবে ইস্যুর তারিখ থেকে।

তবে, হজযাত্রীরা সৌদি আরবে প্রবেশের পর সেখানে তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন—এই সময়সীমায় কোনো পরিবর্তন আনা হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ওমরাহ মৌসুমে বিদেশি যাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসা সংক্রান্ত নিয়মেও নতুন কিছু সংশোধন আনা হয়েছে। এখন থেকে ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ না করেন বা নাম নিবন্ধন সম্পন্ন না করেন, তবে তাঁর ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সংশোধিত এই বিধান আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, গ্রীষ্মকাল শেষে মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহযাত্রীর সংখ্যা আরও বাড়বে। সম্ভাব্য ভিড় ও চাপ সামলাতে আগেভাগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন নিয়মের উদ্দেশ্য হলো ওমরাহ মৌসুমে ভিসা ব্যবস্থাপনা সহজ করা এবং দুই পবিত্র নগরীতে যাত্রী চাপ নিয়ন্ত্রণে রাখা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার