যুক্তরাষ্ট্র থেকে সুন্দরবন এসে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী রিয়ানা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০১:২৮ এএম
সুন্দরবনে নৌ দুর্ঘটনার পর থেকে ৩১ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী রিয়ানা আজাদ।
শনিবার (৮ নভেম্বর) দুপুরের দিকে মোংলার ঢাংমারী ও পশুর নদীর ত্রি মোহনায় পর্যটকবাহী একটি জালি বোট উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরিবারসহ সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন রিয়ানা আজাদ। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা তীরে উঠতে পারলেও রিয়ানা নিখোঁজ রয়েছেন।
আইইউবিএটির জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আলামিন সিকদার শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা যতদূর শুনেছি- রিয়ানা তার পরিবারের সঙ্গে সুন্দরবনে ছোট নৌকায় ঘুরছিলেন। এমন সময় ঢেউয়ের স্রোতে তাদের নৌকাটি উল্টে যায়। পরে আশেপাশের লোকজনের সহায়তায় পরিবারের ১২ জনকে উদ্ধার করা গেলেও রিয়ানাকে উদ্ধার করা যায়নি। তখন থেকেই মূলত নিখোঁজ তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এখনো তাকে খোঁজা হচ্ছে।
তিনি আরও বলেন, রিয়ানা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অর্থাৎ সাবেক শিক্ষার্থী। তিনি ২০২০ সালে অনার্সে ভর্তি হয়ে ২০২৪ সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি ফলাফলে সিজিপিএ ফোর আউট অব ফোর পাওয়ায় গোল্ড মেডেলিস্ট ছিলেন। তিনি স্বামীর সঙ্গে আমেরিকায় বসবাসরত ছিলেন। সম্প্রতি দেশে এসে সপরিবারে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভেলী’-তে পরিবারসহ রাত্রিযাপন শেষে রিয়ানা শনিবার সকালে ১৩ জন পর্যটক একটি ছোট বোটে করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শনে যান। দুপুরে ফিরে আসার সময় ঢাংমারী খাল ও পশুর নদীর সংযোগস্থলে পৌঁছালে জাহাজের সৃষ্ট ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। এসময় বোটের সবাই পানিতে পড়ে যান।
জানা গেছে, রিয়ানা আজাদ পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। সম্প্রতি ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে সুন্দরবন ভ্রমণে যান তিনি।
তার নিখোঁজ হওয়ার বিষয়ে আইইউবিএটি ফ্যামিলি নামক ফেসবুক পেজে রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লেখা হয়, রিয়ানা আজাদ, আইইউবিএটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও স্বর্ণপদকপ্রাপ্ত। তিনি সুন্দরবনে নৌ দুর্ঘটনার পর থেকে গত ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হচ্ছে।
মো. রানা ইসলাম রাজ নামে একজন ফেসবুকে লেখেন, রিয়ানা আজাদ গত ৮ নভেম্বর শনিবার সুন্দরবন থেকে ফেরার পথে নদীতে জালি বোট উল্টে নিখোঁজ রয়েছেন। পরিবারের বাকি সদস্যরা কুলে উঠতে পারলেও রিয়ানা উঠতে পারেনি। স্বামীর সঙ্গে থাকতেন আমেরিকা। পরিবার নিয়ে সুন্দরবন ঘুরতে আসেন রিয়ানা। নিখোঁজ রিয়ানার সন্ধানে চাতক পাখির মতো নদীর দিকে চেয়ে আছে তার পরিবার।
তিনি আরও লেখেন, এমন দুর্ঘটনার জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। লাইফ জ্যাকেট গায়ে থাকলে হয়ত এমন বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত।