শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার, চলবে অবস্থান কর্মসূচি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
সারা দেশের স্কুলগুলোতে সোমবারের জন্য পাঠদান বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলবে।
রোববার রাতে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন শিক্ষক নেতা মো. শামছুদ্দিন মাসুদ।
তিনি বলেন, দশম গ্রেডসহ শিক্ষকদে তিন দাবির বিষয়ে সোমবার বিকালে আবারও শিক্ষকদের নিয়ে বৈঠকে বসবেন অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। এরপর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে ক্লাস বর্জন কর্মসূচি সোমবারের জন্য প্রত্যাহার করা হয়েছে। সারা দেশের স্কুলে সোমবার পাঠদান চলবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ আরও বলেন, সোমবার ভালো কোনো সিদ্ধান্ত এলে অবস্থান কর্মসূচিও প্রত্যাহার করা হবে। নাহলে আবারও কর্মবিরতিতে ফিরে যাবেন শিক্ষকরা।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আবুল কাশেম, শামসুদ্দিন মাসুদ, মাহবুবর রহমানসহ ৯ জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে বৈঠকে অংশ নেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।
মূলত, তিন দাবিতে শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবিগুলো হলো-দশম গ্রেডে বেতন-ভাতা, চাকরির ১০ম এবং ১৬তম বছরে উচ্চতর গ্রেড এবং শতভাগ বিভাগীর পদোন্নতির নিশ্চয়তা।