ঢাকার পাঁচতারা হোটেলে আজ দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই অনুষ্ঠানে ছিলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদও।
তবে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুক। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়।
পরীক্ষা-নিরীক্ষার পর সাবেক অধিনায়কের হার্টে একটি ব্লক ধরা পড়ে। সন্ধ্যায় তার হার্টে রিং পরানো হয়েছে। সাবেক নির্বাচকের অসুস্থতার বিষয়টি ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে।
অস্ত্রোপচার সফল হওয়ায় বর্তমানে শঙ্কামুক্ত ফারুক।
তবে এখনো বিসিবির সাবেক সভাপতিকে সিসিইউতে রাখা হয়েছে।