পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, ‘একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে। তারা ইন্ডিপেন্ডেন্ট, কিছু রিকমেন্ডেশন দেবে। একটা পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে। আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি।’
আইএমএফের সঙ্গে কিস্তি নিয়ে কথা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তা পরবর্তী সরকারের কাছে প্যাকেজ আকারে দেয়া হবে। ঋণের ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না। রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি ছাড় করবে প্রতিষ্ঠানটি।
দেশের সার্বিক অগ্রগতি ভালো দাবি করে তিনি বলেন, মূল্যস্ফীতি কমলেও বাড়ি ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে। পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে চেষ্টা করছি। সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে। চালের দামও সহনীয়।
সরকার অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সার ও কৃষির প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন সার ও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।