গভীর রাতে মোহাম্মদপুর ইউল্যাব ইউনিভার্সিটির পাশে আগুন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৫ এএম
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে ইউল্যাব ইউনিভার্সিটির পাশে গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার পর হঠাৎ বিকট শব্দ হয়। এর পরপরই ভয়াবহ আগুন দেখা যায়। আগুনে পুরো আশপাশ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। তবে ভেতরে কেউ আহত হয়েছে কি না, তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
এদিকে আসাদগেট ফায়ার স্টেশন জানিয়েছে, আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।