Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে সাঁড়াশি অভিযানে পুলিশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০২ এএম

রাজধানীতে সাঁড়াশি অভিযানে পুলিশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

এ রায়কে ঘিরে উত্তেজনা ও আশঙ্কা বেড়ে যাওয়ায় রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়ের দিন সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৮ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে রায়ের দিন ও তার আগে-পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং সংবেদনশীল এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে ডিএমপির সব থানার পুলিশ সদস্যদের প্রস্তুত থাকতে বলা হয়। এরপরই প্রায় সাত হাজার পুলিশ সদস্য সড়কে মহড়া দেয়, যা রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলে নিশ্চিত করেছে ডিএমপি।

পুলিশ জানায়, রায়ের দিনকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা দল যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সেজন্য মাঠে থাকবে পুলিশের কড়া অবস্থান। প্রয়োজনে র‌্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সদস্যরাও সহায়তায় নামবে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রায় ঘোষণার দিন রাজধানীজুড়ে বড় ধরনের নিরাপত্তা বলয় তৈরি হতে পারে, যাতে সাধারণ নাগরিকদের চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই হবে প্রশাসনের প্রধান লক্ষ্য।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘১৩ নভেম্বর আমরা সতর্ক অবস্থানে আছি। মোবিলাইজেশন কন্টিনজেন্ট আমাদের থানাগুলোর নিয়মিত কার্যক্রমের অংশ। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা সরকারকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।’

এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ১৩ নভেম্বর পুরো ঢাকা শহরে লকডাউন কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। কথিত লকডাউন কর্মসূচি ঘোষণার আগে এবং পরে সতর্ক হন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

সূত্র মতে, শোডাউনের নামে নৈরাজ্যের পরিকল্পনা করছে ক্ষমতা থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ। তাদের টার্গেট শেখ হাসিনার রায়ের দিন-তারিখ ঘোষণা প্রতিরোধ ও নির্বাচন বানচাল করা। অবশ্য এসব মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস, শিক্ষাপ্রতিষ্ঠানের হলে ১০ নভেম্বর থেকেই তল্লাশি ও বিভিন্ন ধরনের অভিযান শুরু হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার