Logo
Logo
×

জাতীয়

কালিহাতীতে রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯ প্রতিমা ভাঙচুর, জিডি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম

কালিহাতীতে রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯ প্রতিমা ভাঙচুর, জিডি

টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা সার্বজনীন রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলেঙ্গাতে রাধাগোবিন্দ রাস মন্দিরে প্রতিবছরের মতো এবারো গত মঙ্গলবার বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। অনেকেই মন্দিরে প্রতিদিন পূজা অর্চনা করেন। সকালে স্থানীয়রা মন্দিরে গেলে দেখতে পান, ৯টি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কমিটির সদস্য ও এলেঙ্গা জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ বলেন, ২০০ বছরের পুরানো এই মন্দিরে গ্রামবাসী মিলে পূজা করেন। ভাঙচুরের ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। পুলিশ প্রশাসনের কাছে অপরাধীদের শাস্তি দাবি করছি।

কালিহাতী উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবাল কমল ভট্টচার্য মানিক বলেন, সকালে দুষ্কৃতকারীরা এলেঙ্গা বাজার সংলগ্ন রাধাগোবিন্দ রাস মন্দিরের ৯টি প্রতিমা ভেঙে রেখে গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ রয়েছে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মন্দিরটি পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার