Logo
Logo
×

জাতীয়

যুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে মুক্তি পেলেন বাংলাদেশি মাসুমা খান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে মুক্তি পেলেন বাংলাদেশি মাসুমা খান

যুক্তরাষ্ট্রের বন্দিশালা থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি মাসুমা খান (৬৪)। বুধবার ক্যালিফোর্নিয়ার একটি ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পান তিনি।

স্বজনরা জানান, তার স্বামী ইশতিয়াক খান অভিবাসনের মর্যাদা সমন্বয়ের (স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট) জন্য আবেদন করেছিলেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে লস এঞ্জেলেসে ইমিগ্রেশন অফিসে গত ৬ অক্টোবর হাজিরা দিতে যান মাসুমা। কিন্তু সেখান থেকে তাকে আটক করেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা।

স্বজনদের ভাষ্য, এরপর মাসুমা খানকে প্রায় ১০০ মাইল দূরে ক্যালিফোর্নিয়া সিটি ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাসুমা খানকে মুক্তির দাবিতে সোচ্চার হন এলাকার কংগ্রেসওম্যান জুডি চু এবং সেনেটর অ্যাডাম শেফ।

একইসঙ্গে মাসুমা খানের মেয়ে অ্যাটর্নি রিয়া খানও ইমিগ্রেশন কোর্টে আবেদন জানিয়েছিলেন। এছাড়া লসএঞ্জেলেসভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাউথ এশিয়ান নেটওয়ার্কও’ জটিল রোগে আক্রান্ত মাসুমা খানের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিল।

সবকিছু মিলিয়ে ফ্রেসনো কাউন্টি সুপিরিয়র কোর্ট মাসুমা খানকে মুক্তির আদেশ দেন।

মাসুমা খানের মুক্তির পর রিয়া খান বলেন, “লস এঞ্জেলেস সিটিতে বসবাসরত বাংলাদেশি একটি দুষ্টচক্রের খপ্পরে পড়েছিলেন মা। তারা মোটা অঙ্কের অর্থ নিয়ে গ্রিনকার্ডসহ সব কিছু করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেটা ১৯৯৭ সালের কথা। সে সময় মা যুক্তরাষ্ট্রে এসেছিলেন ভ্রমণ ভিসায়।”

স্বজনদের অভিযোগ, চক্রটি মাসুমা খানের নাম পাল্টিয়ে ‘নূরজাহান’ নামে আশ্রয়ের আবেদন করেছিল। মাসুমা খানকে বলা হয়েছিল, সবকিছু রীতি অনুযায়ী হয়ে যাবে। এর ফলে মাসুমা খান ইউএস সিআইএসের কোনো নোটিস কিংবা তার সেই ভুয়া নামে করা আবেদন যে নাকচ হয়েছে, সেটা জানতে পারেননি।

এর মধ্যে তার স্বামী (যুক্তরাষ্ট্রের নাগরিক) ইশতিয়াক খান তার জন্য ‘স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের’ আবেদন করেন ২০২০ সালে। এই আবেদনের পর মাসুমা খান জানতে পারেন, তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ জারি হয়েছে অনেক আগে। এরপর তারা ও বহিস্কারাদেশ উঠিয়ে নিতে দুদফা আবেদন করেছিলেন । দুবারই নাকচ করা হলেও পরবর্তি সময়ে মাসুমা খানকে ওই চক্রটি ‘স্ট্যাটাস এডজাস্টমেন্টের’ আশ্বাস দিয়েছিল।

এর মধ্যে গত ৬ অক্টোবর হাজিরা দিতে গিয়ে আটক হন মাসুমা খান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার