প্রাথমিকের সহকারী শিক্ষকরা কি দশম গ্রেড পাচ্ছেন?
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে শাহবাগ অভিমুখে প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড, জলকামান ব্যবহার করে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ পদযাত্রা শুরু করে কিছু দূর যাওয়ার পর পুলিশ তাতে বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টায় পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়, বর্তমানে ১৩ গ্রেডে চাকরি করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। গত কয়েক বছর ধরে দশম গ্রেডের জন্য আন্দোলন করে আসছেন তারা। তবে বিভিন্ন সময় সরকারের পক্ষ জানানো হয়েছে, শিক্ষকদের এ দাবি যৌক্তিক নয়।
তবে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশনে আলোচনা চলছে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান।
এদিকে, শিক্ষকদের দাবি ও আন্দোলন প্রসঙ্গে শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই।
তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।
শনিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘বেশির ভাগ শিক্ষক মনে করেন দশম গ্রেডের এই দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি, এটি সম্ভব নয়।
একবারে ১৩ থেকে দশম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই। তারা যেন ১১তম গ্রেড পেতে পারেন সে জন্য আমরা কাজ করছি। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়।’