‘হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না’- হান্নানের হুঁশিয়ারি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম
শিক্ষা ব্যবস্থায় সংস্কার না করা ও শিক্ষকদের প্রতি বৈষম্য দূর না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সরকারকে তিনি শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সতর্ক করে বলেন, ‘হাসিনার মতো আর কোনো শিক্ষকের গায়ে হাত তুলবেন না।’
শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন এনসিপির নেতা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় আসবে দাবি করে হান্নান মাসউদ বলেন, এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে। তার দাবি, আগামী এক দশকের মধ্যেই দলটি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় গিয়ে ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন করবে।
এর আগে কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুনরায় আন্দোলনে নেমেছিলেন। তাদের মূল দাবি হলো- সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়া।
এই আন্দোলনে অংশ নিচ্ছে আরও কয়েকটি সংগঠন—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকরাও আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।