Logo
Logo
×

জাতীয়

যুক্তরাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

যুক্তরাজ্যের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগে ৭,৫০০ পাউন্ড (প্রায় ৮.৭৭ লাখ টাকা) মূল্যের বৃত্তি ঘোষণা করেছে। ২০২৬ সালের সেপ্টেম্বরে যারা পড়াশোনা শুরু করবেন, তারা এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বৃত্তির যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষার্থীদের প্রতি শিক্ষাবর্ষে অন্তত ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

যোগ্য প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে এই বৃত্তির জন্য নির্বাচিত হবেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স অফার গ্রহণ (accept offer) করতে হবে।

এই বৃত্তি শুধুমাত্র পূর্ণকালীন (full-time) শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য; অনলাইন বা দূরশিক্ষা (distance learning) প্রোগ্রাম এর অন্তর্ভুক্ত নয়।

আরও পড়ুন
কারা আবেদন করতে পারবেন

যারা সেপ্টেম্বর ২০২৬-এ স্নাতক পড়াশোনা শুরু করার পরিকল্পনা করছেন।

বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক কোর্সের জন্য বৃত্তি প্রযোজ্য, তবে মেডিসিন (A100/A101) ও ডেন্টিস্ট্রি (A200) প্রোগ্রাম এর আওতাভুক্ত নয়।

আবেদনকারীদের ২০২৬ সালের ৩ জুন বিকেল ৪টার (যুক্তরাজ্য সময়) মধ্যে ইউনিভার্সিটি অব শেফিল্ডকে তাদের firm বা insurance choice হিসেবে নির্বাচন করতে হবে।

বৃত্তিটি কোনো ইন্ডাস্ট্রিয়াল প্লেসমেন্ট, ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম-এর জন্য প্রযোজ্য নয়।

MArch ডিগ্রি স্নাতক নয়, বরং পোস্টগ্র্যাজুয়েট টট প্রোগ্রাম হিসেবে গণ্য হয়; তাই এটি এই বৃত্তির আওতায় আসবে না। এছারা ভর্তি স্থগিত করলে বৃত্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে।

শিক্ষার্থীদের নিজ দায়িত্বে প্রয়োজনীয় অর্থ সহায়তা নিশ্চিত করতে হবে, কারণ এই বৃত্তি পূর্ববর্তী সেশন বা ব্যাকডেট করা হবে না।

সূত্র- এনডিটিভি

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার