চলতি বছরের সব বিভাগীয় মাহফিল স্থগিত করলেন আজহারী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
চলতি বছরে উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিতের ঘোষণা দিয়েছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

তার স্ট্যাটাসে ইতোমধ্যে ৬৬ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি প্রায় ৪ হাজার অ্যাকাউন্ট থেকে পোস্টটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।
পোস্টে তিনি লিখেন- ‘উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।’