Logo
Logo
×

জাতীয়

যে ৩ জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

যে ৩ জেলার তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে

কার্তিক শেষ না হতেই উত্তরের হিমেল হওয়া ও ঘাসের ওপর শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের আমেজে কুয়াশায় মোড়ানো থাকছে দেশের বিভিন্ন জনপদ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল।

এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে পড়তে শুরু করেছে কুয়াশা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। তবে সূর্য উঁকি দিলেই কেটে যায় কুয়াশা। এদিকে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সর্ব উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কমতে শুরু করেছে তাপমাত্রা।

গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ১৭ দশমিক ৭ ডিগ্রি ও নওগাঁর বদলগাছীতে ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন সারা দেশে দিন ও রাতে ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। ফলে শীত অনুভূত হবে। এ ছাড়া দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।  


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার