‘ভারতকে খুশি করার জন্য সরকার জাকির নায়েককে দেশে আসতে দেয়নি’
স্বাধীনতা সুরক্ষা মঞ্চের দাবি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩০ এএম
ভারতকে খুশি করার জন্য বর্তমান সরকার ডা. জাকির নায়েককে দেশে আসতে দেয়নি বলে মন্তব্য করেছে ‘স্বাধীনতা সুরক্ষা মঞ্চ’ নামে একটি সংগঠন।
আজ শুক্রবার (৭ নভেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতা শামস উদ্দিন এ অভিযোগ করেন।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, প্রখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা শুনে ভারত এর বিরোধিতা করেছে। তাকে বাংলাদেশে আসামাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে বলে মামাবাড়ির আবদার জানিয়েছে। ভারতের এই মামাবাড়ির আবদারের কড়া প্রতিবাদ করার বদলে জুলাই অভ্যুত্থানের সরকার পিছু হটলো। এটা কোনভাবে মেনে নেওয়া যায় না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ভারত বাংলাদেশের জুলাই-আগস্টের খুনিকে আশ্রয় দিয়ে কোন মুখে জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে বলে? বাংলাদেশে আসতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলে? জুলাই গণঅভ্যুত্থানের সরকার কিভাবে তাদের অনৈতিক দাবি মেনে নিয়ে ডা. জাকির নায়েকের মতো ইসলামিক স্কলারের বাংলাদেশে আসার বিপক্ষে অবস্থান নেয়? সরকারের এই অবস্থানে আমরা ক্ষুব্ধ, ব্যথিত এবং মর্মাহত। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের হস্তক্ষেপ চাই না।
অতএব, ভারতের হুমকির মুখে আমরা ডা. জাকির নায়েকের ভিসা বাতিল করে দেওয়ার নজিরবিহীন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। একইসাথে ডা. জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হোক। এগুলো না দেওয়া হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে বলা হয়, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সাথে ভারত প্রতিবেশীসূলভ আচরণ করেনি। আমরা বাংলাদেশে ভারতের হিন্দুকার্ড খেলারও নগ্ন প্রচেষ্টা দেখেছি। ভারতের রাজনৈতিক দলসহ নানা জায়গা থেকে আমরা সাম্প্রদায়িক আচরণ অনুভব করেছি। চব্বিশ পরবর্তী সময়ে ভারত অনেকবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে। এর বিপরীতে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এরপরও কেন বিভিন্নভাবে মুসলমানদের সাথে এত বিমাতাসূলভ আচরণ করা হয়েছে।