Logo
Logo
×

জাতীয়

হৃদরোগেআক্রান্ত বিএনপিপ্রার্থী, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হল ঢাকা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:২৪ এএম

হৃদরোগেআক্রান্ত বিএনপিপ্রার্থী, এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হল ঢাকা

ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ-রাণীশংকৈল) বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (এমপি) জাহিদুর রহমান হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন জাহিদুর রহমান। পরে তাকে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া আমাদের সময়কে বলেন, ‘এমপি প্রার্থী জাহিদুর রহমান বর্তমানে আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন। ফোনে তার সঙ্গে কথা হয়েছে। তিনি হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিনের নিবিড় তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন।’

নির্বাচনের ঠিক আগে এমপি প্রার্থী জাহিদুর রহমানের এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার