Logo
Logo
×

জাতীয়

‘অফিসকে বাসা বানিয়ে থাকা’ সেই কৃষি কর্মকর্তাকে পদাবনতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম

‘অফিসকে বাসা বানিয়ে থাকা’ সেই কৃষি কর্মকর্তাকে পদাবনতি

‘অফিসকে বাসাবাড়ি বানিয়ে থাকছেন’ শিরোনামে গত ২৫ অক্টোবর যুগান্তরে সংবাদ প্রকাশ হওয়ার পর পদাবনতি (ডিমোশন) করে বরগুনা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে বদলি করা হয়েছে।

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমানকে উপজেলা কৃষি কর্মকর্তা থেকে পদাবনতি করে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাকে বরগুনা সদর উপজেলা থেকে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় বদলি করা হয়েছে।

সূত্রটি আরও জানায়, মোস্তাফিজুর রহমানকে বোয়ালমারী উপজেলা থেকে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংযুক্ত করা হয়েছে।

বরগুনা সদর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্যারকে ফরিদপুর বোয়ালিয়া উপজেলায় ডিমোশন দিয়ে বদলি করা হয়েছে। গত সোমবার তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। যাওয়ার সময় উপজেলা কৃষি অফিসের কাউকে কিছু বলে যাননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে একটি ডরমিটরি রয়েছে। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে যুগান্তরে একটি নিউজ হয়েছিল। কিন্তু অফিসে থাকার কোনো সুযোগ নেই। তাছাড়া তিনিও বদলির জন্য আবেদন করেছিলেন। এসবের কারণে তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তার তৃতীয় তলার একটি কক্ষে রাত্রিযাপনসহ ব্যক্তিগত কাজ করতেন মোস্তাফিজুর রহমান। ওই কক্ষের আগে ডেভেলপমেন্ট সেকশনের কার্যক্রম চলতো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার