গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম
গণসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নির্বাচনী গণসংযোগকালে এরশাদ উল্লাহ ভাই বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। এখন তিনি শঙ্কামুক্ত। পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন আলোচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছেন। ওনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সরওয়ার বাবলা নামে এক সন্ত্রাসী নিহত হন।
একই ঘটনায় প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাৎক্ষণিক ভর্তি করা হয়।
তখনই চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক নয়।