প্রাথমিক শিক্ষক নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:২২ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার প্রথমবারের মতো স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) জানিয়েছেন আবু নূর মো. শামসুজ্জামান, ধূমপায়ী ও মাদকাসক্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিভিন্ন জাতীয় দৈনিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তির ১৪ নম্বর শর্তে বলা হয়েছে, ‘ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।’ অর্থাৎ ধূমপায়ী ও মাদকাসক্তদের জন্য এ পদে আবেদন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এই শর্ত কীভাবে বাস্তবায়ন করা হবে—এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, ‘নিয়োগের পূর্বে স্বাস্থ্য পরীক্ষার সময় ডোপ টেস্ট করা হবে। এর মাধ্যমে প্রার্থীর মাদকাসক্তি আছে কি না তা যাচাই করা হবে। কঠোর ভাবে এটি বাস্তবায়ন করা হবে। কোন অবস্থাতেই ধুমপায়ী বা মাদকগ্রহণকারীদের নিয়োগ দেওয়া হবে না।’
প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দ্বিতীয় ধাপে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
পদের গ্রেড ১৩ (জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১১,০০০–২৬,৫৯০ টাকা)।
আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ কোনো স্তরেই গ্রহণযোগ্য নয়।
২০২৫ সালের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।