রানওয়েতে বিমানের ধাক্কায় কুকুরের মৃত্যু, দেরিতে ছাড়ল ফ্লাইট
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪১ এএম
কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে কুকুরটি মারা গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।
বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা বলেন, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটিতে যাত্রী ছিল ৭০ জন। সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য রানওয়েতে যায়। উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কিছু একটার ধাক্কা অনুভব হয়। এতে উড়োজাহাজটি উড্ডয়ন না করে পার্কিংয়ে আনা হয়। তারপর উড়োজাহাজটির কোন ক্রুটি আছে কিনা তা যাচাই করা হয়। এতে কক্সবাজার থেকে ফ্লাইট ছাড়তে ১ ঘণ্টা দেরি। পরে সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় উড়োজাহাজটি। আর নিরাপদে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিমানবন্দরে পৌঁছে।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর পাইলটসহ নিরাপত্তাকর্মীরা অনুসন্ধান চালিয়ে দেখেন, কুকুরের সঙ্গে ধাক্কা লেগেছে উড়োজাহাজটি। এরপর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পেয়ে প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। দ্রুত সময়ের মধ্যে গিয়ে রানওয়ে থেকে কুকুরটিকে সরিয়ে নেয়া হয়। রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের তেমন ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে ছিলেন। কুকুরটি সরিয়ে উড়োজাহাজটি নিরাপদে উড্ডয়ন করে। তবে বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশ থেকে কুকুরগুলো ঢুকছে। ওখানে অবকাঠামোগত কিছু কাজ চলছে। দিনের বেলায় কুকুর ঢোকার সুযোগ নেই। তবে সন্ধ্যার পর রানওয়েকে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর ঠিকমতো দেখা যায় না। এটা খুবই চ্যালেঞ্জিংও বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে, চলতি বছরের ২ আগস্ট কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনায় কুকুর মারা যায়। ঢাকাগামী বেসরকারি এয়ার এস্ট্রার উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন ৭২ জন। পরে ফ্লাইটটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।