Logo
Logo
×

জাতীয়

সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’ : যা বললো বিজিবি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম

সীমান্তে ‘৬২ কিলোমিটার দখল’ : যা বললো বিজিবি

লালমনিরহাটের ৬২ কিলোমিটার এলাকা ভারত দখল করে নিয়েছে- সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রচারকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রবিরোধী’ গুজব বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

বিবৃতিতে বিজিবি বলছে, অতি সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে। বিজিবি এই বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী প্রচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিজিবির ভাষ্য, সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে সদা জাগ্রত রয়েছে। 

বিজিবি যে কোনো তথ্য/গুজব যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে জনগণকে আহ্বান জানিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার