বিএনপির সাথে বসতে চায় জামায়াত, মির্জা ফখরুলকে ড. তাহেরের ফোন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
জুলাই সনদ, গণভোট ও জাতীয় নির্বাচনসহ চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোনে করে এ আহ্বান জানান।
একাত্তরকে জামায়াতের এ নায়েবে আমির বলেন, উপদেষ্টা পরিষদ রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনায় বসার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে জামায়াতের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে বসার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।