Logo
Logo
×

জাতীয়

যত দিন বেঁচে আছি বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব: কাদের সিদ্দিকী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

যত দিন বেঁচে আছি বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব: কাদের সিদ্দিকী

বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে। মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকব, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকব, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনও যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক। তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।

এর আগে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে ছয় মাসের জামিন দেন। আদালতে পৃথক আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার