Logo
Logo
×

জাতীয়

কেমন আছেন গুলিবিদ্ধ প্রার্থী এরশাদ উল্লাহ, জানালেন ছেলে ইমাদ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

কেমন আছেন গুলিবিদ্ধ প্রার্থী এরশাদ উল্লাহ, জানালেন ছেলে ইমাদ

দুর্বৃত্তদের গুলিতে আহত চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এখন শঙ্কামুক্ত রয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমাদ এরশাদ।

ইমাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আব্বুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আটকে থাকা একটি গুলি অপসারণ করা হয়েছে। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আব্বু সুস্থ আছেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ইমাদ আরও বলেন, ‘আপনারা যার যার অবস্থান থেকে দোয়া করেন। আব্বুর আশেপাশে আরও রোগী রয়েছেন, তাই সবাই নিজ নিজ বাসায় থেকে দোয়া করেন—আব্বু যেন আরও শক্তভাবে ফিরে আসতে পারেন।’

বুধবার বিকাল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন এরশাদ উল্লাহ। এসময় তার সঙ্গে থাকা আরও দুই কর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গণসংযোগ চলাকালে মোটরসাইকেলে আসা মুখোশধারী  হঠাৎ গুলি চালায়। এতে এরশাদ উল্লাহর ডান উরুতে গুলি লাগে। পরে স্থানীয় নেতাকর্মীরা তাকে দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।

হামলার পর নগরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএনপির নেতারা একে ‘নির্বাচনী সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তারা বলেন, নির্বাচনী মাঠে ভয়-ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্ত চলছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার