ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের জন্য প্রগতি সরণির সেকশন-ডি (নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত) অংশ এবং সেকশন-ই (নতুন বাজার থেকে কাকলী) অংশে পানির পাইপলাইন স্থাপন কাজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) শুরু হচ্ছে।
ফলে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এই ব্যস্ত দুই সড়কে থেকে আরও যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের প্যাকেজ-৩.১ (ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট পাইপলাইন) কাজের আওতায় প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ বিভিন্ন ব্যাসের (১৬০০ থেকে ৫৬০ মিলিমিটার ব্যাসবিশিষ্ট) ডিআই এবং এইচডিপিই পাইপলাইন স্থাপন করা হবে।
এ সময়ে এই পথে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহণকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কাজটি বাস্তবায়নকালীন সময়ে ঢাকা ওয়াসা, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত জনবল এবং ডিএমপির সহযোগিতায় যান চলাচল যথাসম্ভব স্বাভাবিক রাখার জন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। মেরামতকালীন সময়ে প্রগতি সরণিতে চলাচলকারী সব যানবাহনকে নির্দেশিত লেন এবং গতিসীমা মেনে চলাচলের জন্য অনুরোধ জানানোর পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।