Logo
Logo
×

জাতীয়

এবার রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৪:০১ এএম

এবার রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালনের উপস্থিতি সভা শেষে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রাউজান উপজেলার বিএনপির একাংশের সভাপতি জসীম উদ্দিন চৌধুরী বলেন, হামলায় রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধ রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

তিনি আরো বলেন, রাউজান উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইস্তিয়াক চৌধুরী অভির নেতৃত্বে আলতাফ চৌধুরী টুটুল, জনি চৌধুরীসহ ৭/৮ জন অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করেছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ১৭ জন খুন হয়েছে। এর মধ্যে ১২ জন খুন হয়েছে রাজনৈতিক কারণে।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চাইল্যাতলী খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিতে ‘শীর্ষ সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হয়েছেন। এ সময় এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার